কুশুমুন্ডি থানার সরলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো এক যন্ত্র চালিত ভ্যান চালকের। শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। একটি লরির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ভুটভুটি চালককে উদ্ধার করে প্রথমে কুশুমুন্ডি হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।