চাঁচল ১: উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের উদ্যোগে আলীহন্দায় বেহাল রাস্তার কাজের শিলান্যাস
উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বেহাল রাস্তার কাজের সূচনা। আজ বুধবার বিকেল ৫.৩০ নাগাদ এই কাজের শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি রফিকুল হোসেন। এই চাঁচলের আলীহন্দা গ্রান পাছায়েত এলাকার এই কাজের সূচনা করা হয়। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে কাজের শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি।। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের থেকে প্রায় দেড় কোটি টাকা ব্যায় এই কাজের শুভ শিলান্যাস করা হয়।