কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়াতে ১৯৭১ সালে ভারত পাকিস্থান যুদ্ধে শহীদ সেনাদের স্মরণসভায় নদীয়ার জেলাশাসক, ১৯৭১ সালে ভারত পাকিস্থান যুদ্ধে ভারতীয় সাত সেনা শহীদ হয়েছিলেন, তাঁদের দেহ হাল বুখারীতে সমাধিস্থ করা হয়। সেই দিনটিকে স্মরণ করে আজ সেনা শহীদ দিবস পালিত হয় কৃষ্ণগঞ্জের খাল বোয়ালিয়াতে। উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক ও সেনা আধিকারিকরা, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজ এই দিনটি পালিত হলো বলে জানা যায় আর আজকের দিনে অনুষ্ঠান মঞ্চ থেকে নদীয়ার জেলাশাসক আমাদের ক