আউশগ্রাম ১: রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে গুসকরায় সরব হলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল
রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে রবিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ গুসকরায় সরব হলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মন্ডল। তিনি বলেন, দালালরা বললে রক্ত পাবে, দালালরা না বললে রক্ত পাওয়া যাবে না, এই ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এদিন শহরের শিরিষতলা এলাকায় রাষ্ট্রীয় সংহতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দেন শ্যামাপদ মন্ডল।