চাঁচল ২: আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চাঁচল থানার মানবিক উদ্যোগ
আগুনে ক্ষতিগ্রস্থ দুর্গত পরিবারের পাশে দাড়াল চাঁচল থানার পুলিশ। সোমবার দুপুরে চাঁচল থানার আইসি ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী প্রদান করেন। চাঁচল ২ ব্লকের দামাইপুরে শনিবার রাতে দিনমজুর মনোরঞ্জনের বাড়িতে আগুনের জেরে ভস্মীভূত হয়েছে দুটি শোওয়ার ঘর। একাধিক গবাদি পশু ঝলসে মারা যায়। খাদ্য দ্রব্য থেকে পোশাক ও নগদ সঞ্চিত টাকা সবকিছুই আগুনে পড়ে যায়। প্রাণী সম্পদ দফতর থেকে গবাদি পশু যাতে পায়, বিএলডিওর সঙ্গে যোগাযোগ করার কথা দেন আইসি।