তুফানগঞ্জ ১: BSF এর ১৪ নম্বর ব্যাটেলিয়ানের তরফে মধ্যবালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠে আয়োজিত সিভিক অ্যাকশন প্ল্যান কর্মসূচি
বৃহস্পতিবার বালাভুত গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভূত বিএসএফের ১৪ নম্বর ব্যাটেলিয়ানের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডিআইজি হেডকোয়ার্টার আশুতোষ কুমার সিং। এছাড়াও ছিলেন কমান্ডেন্ড কৌশলেশ রাই, গ্রাম পঞ্চায়েতের প্রধান অফতার আলী বেপারী, সমাজসেবী রেজাউল হক বেপারী সহ অন্যান্যরা। মূলত সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এবং ছাত্র-ছাত্রী ও বাসিন্দাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।