চুরির ঘন্টা দুয়েকের মধ্যে বমাল চোরকে ধরে বিশেষ সাফল্য রায়গঞ্জ পুলিশের। শনিবার সাড়ে ধৃত দুজনকে জেলা আদালতে হাজির করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই যুবকের নাম চিরঞ্জিত সাহা ওরফে ছোট্ট ( ২২) এবং বিট্টু মজুমদার। প্রসঙ্গত শুক্রবার রাতে রায়গঞ্জের দেবীনগর এলাকায় স্থানীয় একটি মন্দিরের মূর্তিতে থাকা সোনার মুকুট অলংকার অলঙ্কার চুরি হয়। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।