কোচবিহার দিনহাটায় সবচেয়ে কম আন ম্যাপিং ভোটার রয়েছে, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। এদিন বিকেলে কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, কোচবিহার জেলার মধ্যে দিনহাটা বিধানসভা কেন্দ্রে সবথেকে বেশি আন ম্যাপিং ভোটারের দাবি করা হলেও ছিট মহলের বাসিন্দাদের বাদ দিলে দিনহাটার ক্ষেত্রে সেই তালিকা সব থেকে কম হবে। পাশাপাশি তিনি জানান মহল ছিটবাসীদের সকলকে হেয়ারিং এ যেতে হবে কিন্তু তারা সকলে ভোটার তালিকায় থাকবে।