বারুইপুর: ইন্দ্রপালা এলাকায় সাপর কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার সূত্রের খবর ওই বৃদ্ধার নাম মায়া হালদার
ইন্দ্রপালা এলাকায় সাপর কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার সূত্রের খবর ওই বৃদ্ধার নাম মায়া হালদার সোমবার বাগানে কাঠ আনতে গিয়ে ওই বৃদ্ধাকে কামড় দেয় সাপ তড়িঘড়ি পরিবারেরলোকজন তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ তার মৃতদেহ বারুইপুর থানার পক্ষ থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হলো, পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।