বালি-জগাছা: প্রায় আড়াই দিন অতিক্রান্ত এখনো অধরা দুষ্কৃতি ,সাপুইপারা বসুকাটি পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায়
প্রায় আড়াই দিন অতিক্রান্ত এখনো অধরা সাপুইপারা বসুকাটি পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল ওরবাবু মন্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এদিন বেলা ১২:৩০ টা নাগাদ হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাপুই পাড়া রবীন্দ্রপল্লী এলাকা পরিদর্শন করছেন।