প্রকাশ্যে তৃণমূলের বড়সড় গোষ্ঠী কোন্দল। প্রায় আড়াই বছরের উপরের সময় ধরে দোগাছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় তালা বন্ধ। একটি তালা নয় দুটি গোষ্ঠীর দুটি তালা লাগানো, যাতে কোন গোষ্ঠীর লোকই পার্টি অফিসের মধ্যে ঢুকতে না পারে! এমনই চিত্র সামনে এসেছে আজ শনিবার। পাটির বিভিন্ন কাজ করতে হয় কখনো শিব মন্দিরে, আবার কখনো মাঠের মধ্যে, আবার কখনো অন্য কারোর বারান্দায় অসুবিধা করে করতে হয়।