কালনা ২: কালনার বৈদ্যপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন পুলিশ সুপারের
রবিবার কালনা থানার অধীন বৈদ্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। বৈদ্যপুর, অকালপৌষ, বড়ধামাস, বাদলার মত চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই পুলিশ ফাঁড়ি তৈরি হয়। এলাকার মানুষের সুবিধার্থে এই পুলিশ ফাঁড়ি তৈরি করা হল বলে জানান পুলিশ সুপার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার, কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরি, সহ বিশিষ্টজনেরা।