উন্নয়ন বোর্ড গঠন, শিল্প ভবন নির্মাণ সহ চার দফা দাবিতে সোমবার কর্ণজোড়ায় জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিল সর্বভারতীয় কুম্ভকার উন্নয়ন পরিষদের উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের দাবি, কুম্ভকারদের জীবন-জীবিকা অত্যন্ত সংকটজনক হওয়ায় অবিলম্বে মাটি সংক্রান্ত জুলুমবাজি বন্ধ, অবসরপ্রাপ্ত কুম্ভকারদের জন্য মাসিক ৫০০০ টাকা ভাতা এবং কুম্ভকার শিল্পের উন্নয়নে পৃথক উন্নয়ন বোর্ড গঠন করা হোক।