অভিষেকের সভা শেষ হতেই তীব্র যানজট কোচবিহার ঘুঘুমারি কদমতলা থেকে তোর সার ব্রিজ অবধি। যানজট নিয়ন্ত্রণ করতে রীতিমত কাল ঘাম ছুটলো কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের। মুহূর্তের মধ্যে কয়েক হাজার গাড়ির ভিড় জমে যায় এলাকায়। দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে বসে থাকতে হবে বলে বহু মানুষকে দেখা গেল টলি হাতে এবং বাচ্চাদের কাঁধে নিয়ে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা হয়েছে।। তবে অনেকেই বলছেন অনিয়ন্ত্রিতভাবে গাড়ি যাওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। প্রথম থেকে পুলিশ যদি বিষয়টির