পূর্বস্থলী ১: কাঞ্চনতলা এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি, ধৃতকে পাঠানো হলো কালনা আদালতে
পূর্বস্থলী ১ ব্লকের নাদন ঘাট থানার অন্তর্গত পারুল ডাঙ্গা এলাকার আবদার মন্ডল নামে এক ব্যক্তিকে গতকাল গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ কাঞ্চনতলা এলাকায় পার্থ মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে গত এপ্রিল মাসে ঠাকুরের বাসন, টাকা এবং রুপোর গহনা চুরির অভিযোগে. আজ ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে কালনা আদালতে পাঠায়।