কোচবিহার পৌরসভার উদ্যোগে সাগরদিঘী চত্বরের আমতলা সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগত দ্বীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের মূর্তি স্থাপন নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল কোচবিহারে। অবশেষ ে বিতর্কের অবসান ঘটিয়ে রবিবার মহারাজার মূর্তি উন্মোচন হল। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজু মিশ্রা, রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবাদন বর্মন, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। জেলাশাসক এ প্রসঙ্গে কি জানিয়েছে শুনে নেব