মথুরাপুর ২: খাড়ী কৌতল ভোট রক্ষা শিবির ও ওআর রুম পরিদর্শন করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী খাড়ী, কৌতলা ভোট রক্ষা শিবির ও রায়দিঘী বিধানসভার ওয়্যার রুম পরিদর্শন ও বিভিন্ন অঞ্চলের BLA 2 -এর সাথে কলের মাধ্যমে যোগাযোগ করে এসআইয়ের সংক্রান্ত সমস্ত রিপোর্ট ও সুবিধা অসুবিধা আলাপচারিতা করলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা