মোটর বাইক নিয়ে রঘুনাথপুর থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বছর 48এর তার নাম অনন্ত ব্যানার্জী। তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত ঘুঁটিতোড়া গ্রামে। জানা যায় অনন্ত বাবু মঙ্গলবার রাত্রে রঘুনাথপুর শহর থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। ঐ সময় রঘুনাথপুর থেকে DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানা যাওয়ার রাস্তায় কারখানার অদূরে একটি কালভার্টের কাছে তাকে রক্তাক্ত অবস্হায় পড়ে থাকতে দেখেন স্হানীয়রা।