একেবারে ভুতুড়ে সিনেমার ছবির মত বাড়ির যেখানে সেখানে হঠাৎ করে জ্বলে উঠছিল আগুন। পাকা বাড়ির দোতলার উপর থেকে নীচের তলার সম্ভব জায়গায় এমনকি দেওয়ালে টাঙানো পুতুল থেকে ভিজে গামছা বাড়ির শীতবস্ত্রে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছিল।বাদ ছিল না বাড়ির সামনে ধানের পালুই থেকে অ্যাডবেস্টরের ছাউনি ।ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল উপরডি গ্রামের মথুর মন্ডলের পরিবারে।এদিকে দেরিতে হলেও শুক্রবার বিকেলে ঘটনার খবর পেয়ে ঐ পরিবারে পৌঁছান বিজ্ঞান সংগঠন।