কেশপুর: কেশপুরের চড়কা গ্রামে সোনালী সংঘের পরিচালনায়, সেরাজুল মল্লিক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চড়কা গ্রামে। চড়কা সোনালী সঙ্গের পরিচালনায়। সেরাজুল মল্লিক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। এ খেলায় অংশগ্রহণ করবেন আটটি দল। আটটি দলের মধ্যে ফাইনাল বিজয়ী দলকে এক লক্ষ টাকা এবং ফাইনালে বিজীত দলকে ৭০ হাজার টাকা পুরষ্কৃত করা হবে। এর সাথে সাথে অন্যান্য ট্রফি থাকছে খেলোয়াড়দের। প্রতি দলে ১১ জন প্লেয়ার তার মধ্যে বিদেশি প্লেয়ার চারজন থাকতে হবে, অতিরিক্ত তিনজন প্লেয়ার। টুর্নামেন্ট শুরু হবে ২৯ ও ৩০ শে অক্টোব