বছরের শেষ দিনে কনকনে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে সমুদ্রগড় স্টেশনের উপরেই থাকা এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু। গত কয়েকদিন ধরে পড়েছে হাড় হিম করা ঠান্ডা। গত কয়েক দিন ধরেই সমুদ্রগড় স্টেশনের উপরে থাকা ঐ বৃদ্ধ অসুস্থ ছিলেন, এ দিন বুধবার ভোরে তাকে মৃত অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা স্টেশনের উপরেই। খবর দেয়া হয় কালনা জিআরপি ও আরপিএফ কে। এর পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।