রবিবার বিকেলে বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পৌরসভা পরিচালিত ১১তম বর্ষ মিউনিসিপাল সকার কাপের ৫ম প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ,প্রতিদ্বন্দ্বিতা করে নবদ্বীপের শক্তিশালী দল সাহানগর উৎসাহী সংঘ বনাম বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমী,খেলার নির্ধারিত সময়ে ফলাফল ১-১ হওয়ায় টাই-ব্রেকারের সাহায্য নেওয়া হয়,টাই-ব্রেকারে ৬-৩ গোলে সাহানগর উৎসাহী সংঘকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বিধান নগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি।