রঘুনাথপুর ১: ২দুষ্কৃতী গ্রেফতার,তোলা হল রঘুনাথপুর মহকুমা আদালতে, ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের
বেশ কিছুদিন ধরে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনা ঘটছে।যার জেরে গ্রামে গ্রামে রাত পাহারার ব্যবস্থা করেছে গ্রামবাসীরা।তারি মধ্যে তৎপর হয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুরুলিয়ার পাড়া থানার আয়ত্বে থাকা আনাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীর নাম এস কে আসাদুল।তার বাড়ি বাঁকুড়া জেলার কেদারডাঙ্গা এলাকায়।অপরজনের নাম এস কে মিশির।তার বাড়ি পুরুলিয়ার ঝালদা থানার কাঁটাডিতে।