আউশগ্রাম ২: পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার আগে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস আউশগ্রামের কলমডাঙায়, পাকড়াও ৭জন প্রতারক
পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার আগে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস আউশগ্রামে। আউশগ্রাম-২ ব্লকের দেবশালা অঞ্চলের কলমডাঙায় জঙ্গল লাগোয়া এলাকায় অস্থায়ী ছাউনীতে গতকাল রাতের অন্ধকারে কাগজপত্র বিলি চলছিল বলেই অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট যৌথভাবে অভিযান চালায়। সেসময় প্রতারকরা জঙ্গলের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে সাতজন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।