বিনপুর ২: পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের পরীক্ষা, বেলপাহাড়ী এস সি হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা
৩০ শে নভেম্বর রাজ্য জুড়ে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের পরীক্ষা। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী এস সি হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে ভিড় শুরু হয় চাকরিপ্রার্থীদের। চাকরিপ্রার্থীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই জন্য তৎপর রয়েছে পুলিশ। স্কুল চত্বরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা , উপস্থিত রয়েছেন বেলপাহাড়ী থানার আইসি দীপঙ্কর দাস। জানা গেছে বেলপাহাড়ী এস সি হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে মোট ৫০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।