ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকের সন্দাপাড়া অঞ্চলের বনশোল জুনিয়র হাই স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হলো একটি বিশেষ ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শিবিরে এলাকার কয়েকশো মানুষ বিনামূল্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এ দিনের শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের পরীক্ষা করা হয়।