বৃহস্পতিবার ভোট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জের ধরমপুর এলাকায় তিনটি দলছুট হাতির তাণ্ডব,এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন থেকে চার বিঘা জমির আলু,ইতিমধ্যেই ওই হাতি গুলি ধরমপুর জঙ্গলে অবস্থান করছে বলে বনদপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করেছে। পাশাপাশি হাতিগুলির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তরের কর্মীরা। অন্যদিকে ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে।