মন্তেশ্বর: সাবধান!!! মন্তেশ্বরে শিয়ালের উৎপাত... আতঙ্কে ধান চাষীরা
পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর, মালডাঙ্গা, জয়রামপুর, পার্টিকেলডাঙ্গা আশুরিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শিয়ালের উৎপাত। চাষিরা ধান কাটতে সন্ধ্যে হয়ে গেলেই শিয়ালের উৎপাত, যেন মানুষ খেয়ে ফেলার উপায়। তাই মন্তেশ্বরের প্রতিটি জনগনের সতর্ক থাকা উচিত বলে মনে করছে চাষীরা। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে ২ জন চাষী কি বললেন আমরা শুনে নেব