মেদিনীপুর থেকে কেশপুরে যাওয়ার পথে ১২ মাইল এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষের ঘটনা মঙ্গলবার দুপুরে। ঘটনাস্থলে আহত হলেন বাইকে থাকা স্বামী-স্ত্রী দুজনেই। চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে বাইক চালক স্বামী শেখ মইদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ব্যক্তি পীতাম্বর চক এলাকার বাসিন্দা ছিলেন।