রাজারহাট: সল্টলেকে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি
যাদের প্ররোচনার কারণে পশ্চিমবঙ্গে আগুন লাগলো, যাদের প্ররোচনারকারণে এখনো মুর্শিদাবাদের বহু পরিবার বাড়ি ফিরতে পারেনি আতঙ্কে, যাদের কারণে পার্শ্ববর্তী কা যাদের কারণে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে আসা প্রায় ৫ পুরুষ এখানে বসবাস করছেন, তারা সম্পূর্ণ এই রাজ্যকে ছেড়ে দিয়ে ভিন রাজ্যে চলে গেল তার জন্য দায়ী কে? আজকের তৃণমূল কংগ্রেসের এবং তথাকথিত তৃণমূল সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীর সেটাকে জবাব দিতে হবে।