কোলাঘাট: ছেলের মৃত্যু শোকে মায়ের মরণ ঝাঁপ নিজের বাড়ির তিনতলা থেকে ঝাপ দেয় কোলাঘাট রাইন গ্রামে ঘটনা
ছেলের মৃত্যুর শোকে মায়ের মরণঝাঁপ বাড়ির ছাদ থেকে কোলাঘাট বিট হাউস থানার অন্তরগত রাইন গ্রামে।কলেজ পড়ুয়া বয়স২১,নাম শুভাদ্রি বৈদ্য ৮ নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে আক্রান্ত হয়।তৎক্ষণাৎ বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে রাত্রি ৮/৩০টা নাগাদ শুভাদ্রির মৃতদেহ বাড়িতে পৌছায়।মৃতদেহ দেখার কিছুক্ষন পরে মা নিজের বাড়ির তিন তলা থেকে ঝাঁপ দেয়।গুরুতর আহত অবস্থায় মাকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে।পরিবারের লোকজন রবিবার সকাল১১ টা নাগাত বলে।