বছরের শুরুতেই বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা এখন শুধু দিন ঘোষণার অপেক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল। আর এরই মাঝে শনিবার দুপুরে লাভপুরের রাস্তায় দেখা গেল দলীয় কোন রঙ ও পতাকা ছাড়াই ছাত্র যুবদের উদ্যোগে লাভপুর ফুল্লরা মন্দির প্রাঙ্গণ থেকে শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সমগ্র লাভপুর পরিক্রমার মধ্য দিয়ে হয়ে গেল ছাত্র যুবদের হুংকার মহারেলি পদযাত্রা।তবে আয়োজকদের মধ্যে একাংশ ই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্র হিসেবেই দাবি।