ঘটনাটি বুধবার গভীর রাতে তুফানগঞ্জ দুই ব্লকের অসম বাংলা সীমান্তবর্তী এলাকা জোড়াই মোড় নাকা পয়েন্ট এর ঘটনা। ধৃত দুজনকে বৃহস্পতিবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন অসমের বরপেটা জেলার রকিবুল ইসলাম এবং জমসের আলী।।