: কয়েক ঘণ্টা পরই নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর। বেলডাঙার খাগড়ুপাড়া মোড়ে সভা থেকে নতুন দলের ঘোষণা হবে। তার আগেই জানা গেল হুমায়ুনের নতুন দলের নাম। নতুন দলের নাম হতে চলেছে 'জনতা উন্নয়ন পার্টি'। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুন কবীরের নতুন দল নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার। লেখা রয়েছে, 'বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।'