মঙ্গলবার দুপুরে ইসলামপুরের গ্রীনকার্ড চা বাগান খোলার দাবিতে মহকুমাশাসকের কাছে দ্বারস্থ চা শ্রমিকরা।এদিন তারা তৃনমুল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে ইসলামপুর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়।শ্রমিকদের অভিযোগ শীত পরতেই বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কাজ দিচ্ছে না।প্রায় মাস দুয়েক ধরে বাগানে তালা বন্ধ করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের রুটি রুজি বন্ধ হয়ে পরেছে।এই পরিস্থিতিতে তারা চাইছেন প্রশাসনের হস্তক্ষেপে বাগান সচল হক।