তেহট্ট ১: ২৫শে ডিসেম্বর যীশুর জন্মদিন,ওই দিনটাকে বড়দিন হিসেবে পালন করে খ্রিস্টান ধর্মের মানুষ,হয় গোশালা উৎসব
২৫শে ডিসেম্বর যীশুর জন্মদিন, ওই দিনটাকে বড়দিন হিসেবে পালন করে সমস্ত খ্রিস্টান ধর্মের মানুষ। এই উপলক্ষে গির্জায় গির্জায় চলে প্রার্থনা ও গোশালা উৎসব কারণ গোশালায় যীশুর জন্ম গ্রহণ তাই অতি সুন্দর গোশালা দেখা গেল বালিউড়া ক্যাথলিক চার্চে,রবিবার সন্ধ্যা ছয়টায় সেই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় এই অনুষ্ঠান শুরু হয়েছে ২৫ শে ডিসেম্বর চলবে ১লা জানুয়ারি পর্যন্ত।