বৃহস্পতিবার শীতলকুচি বাজারে মিছিল করলো তৃণমূল কংগ্রেস। জানা যায় কলকাতায় আই প্যাকের সদর দপ্তরে ইডি হানার জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপির চক্রান্ত ও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। বিজেপির আঙ্গুলী হেলনে ইডি কলকাতায় আই প্যাকের সদর দপ্তরে সদর খানা দেয় বলে অভিযোগ তুলে শীতলকুচি বাজারে বিজিপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে তৃণমূল কংগ্রেস।