কৃষ্ণনগর শহরে পথ দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল কোতোয়ালি ট্রাফিক গার্ড।এদিন ডি এল রায় কলেজের ছাত্রীদের অংশগ্রহণে কৃষ্ণনগরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে পথ নিরাপত্তা সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়।এই অভিযানে কলেজের ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে পথচলতি মানুষ, বাইক আরোহী ও গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন। হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাধ্যতামূলক করা।