রাণীনগর ১ নাম্বর ব্লকের হুরসি অঞ্চলে জোরকদমে উন্নয়নের সংলাপ, কর্মসূচি। আজ দুপুরে উন্নয়নের সংলাপ কর্মসূচি রাণীনগর ১নাম্বার ব্লকের হুরসি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে, জোরকদমে উন্নয়েন সংলাপ কর্মসূচি, এদিন রাণীনগর বিধানসভার বিধায়ক এর নোতৃত্বে এই কর্মসুচি হয়, এদিন তৃণমূলের ব্লক স্তরের নেতৃত্ব রা রাজ্যেসিরকার উন্নয়ন মূলক কর্ম সূচি গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।