সূত্রের খবর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন রাস্তার পাশে একটি চা ও খাবারের দোকান রয়েছে পম্পি ঘোষ নামক এক মহিলার,জানা যায় আর পাঁচটা দিনের মতো দিনভর দোকান চালিয়ে বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকান মালিক পম্পি ঘোষ,বৃহস্পতিবার সকালে এসে দেখেন দোকানের ঝাপ খোলা,তাতেই তার সন্দেহ হয়,দোকান মালিক পম্পি দেবী জানান,রাতের আঁধারে টিন কেটে দোকানের ভেতরে ঢুকে একপ্রকার তান্ডব চালায় দুষ্কৃতীরা,সুবিচার পেতে পরে থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক।