নারায়ণগড়: বাংলার ভোটাধিকার রক্ষার্থে বেলদাতে মহা মিছিল করল তৃণমূল, উপস্থিত বিধায়ক
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা তে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগ বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং SIR নিয়ে মহা মিছিল আয়োজিত হলো। মিছিলটি পুরো বেলদা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, ব্লক সভাপতি সুকুমার জানা,মিহির চন্দ,সুপর্ণা জৈন সহ অন্যান্যরা। এস আই বিজেপির চক্রান্ত এই অভিযোগে প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে।