নলহাটি গভর্মেন্ট পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত JOB FAIR -২০২৫ এ উপস্থিত বীরভূম জেলা শাসক ধবল জৈন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা রাজ্য সরকারের উদ্যোগে নলহাটি গভর্মেন্ট পলিটেকনিক কলেজে আজ মঙ্গলবার আয়োজন করা হয়েছে জব ফেয়ার 2025 এর, দুপুর দুটো নাগাদ এই জব ফেয়ারে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা শাসক ধবল জৈন।। নলহাটি গভর্মেন্ট পলিটেকনিক এর পক্ষ থেকে বীরভূম জেলাশাসককে সংবর্ধনা জানানো হয়।