গলসি ২: তেঁতুলমুড়ি তরুণ সংঘের উদ্যোগে শুরু হলো কবি কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা
তেঁতুলমুড়িতে ফুটবল খেলায় জয়ী পুরসা তেঁতুলমুড়ি তরুণ সংঘের উদ্যোগে মঙ্গলবার বিকেল চারটা থেকে শুরু হলো কবি কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা। এবছর তাদের খেলা ৪৪ তম বর্ষে পদার্পণ করেছে। যেখানে মোট আটটি দল অংশগ্রহণ করে। জাতীয় পতাকা উত্তোলন ও কবি কাজী নজরুল ইসলামের আবক্ষমূর্তিতে মাল্যদান করে খেলার সুচনা করা হয়। এদিনের উদ্বোধনী খেলায় পুরসা ক্রীড়া ও সাংস্কৃতিক সমিতি ও বর্ধমান একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি মুখোমুখি হয়।