রায়গঞ্জ: শহর মহিলা তৃণমূলের নতুন কমিটির নাম ঘোষণা তৃণমূল জেলা পার্টি অফিসে, ডাক পায়নি তৃণমূল জেলা সভানেত্রী, শুরু হয়েছে জল্পনা
রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলে অন্দরে জল্পনা ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটি ঘোষণার সভায় জেলা মহিলা তৃণমূল সভানেত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। সভানেত্রী জানান, এই কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন। অন্যদিকে শহর তৃণমূল নেত্রী শিল্পী দাস দাবি করেন, সভানেত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি এবং আগামীকাল বিধান মঞ্চে তাঁর অন্য একটি কর্মসূচি রয়েছে।