বহু পুরনো এই কালভার্ট গুলির বর্তমানে সহ্য ক্ষমতা কমেছে। তাই এই কালভার্ট গুলি সংস্কারের কাজ শুরু করেছে pwd। এমনই একটি কালভার্ট রয়েছে শহরের নানুর চক এলাকায়। এটিরও শুরু হয়েছে সংস্কারের কাজ। আজ মঙ্গলবার সেই কাজ পরিদর্শনে এলাকায় যান পৌরপ্রধান সৌমেন খান। সংস্কারের কাজ খতিয়ে দেখেন তিনি , কথা বলেন এলাকাবাসীদের সাথে। পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে এদিন বেলা প্রায় চারটে নাগাদ জানিয়েছেন পৌরপ্রধান।