চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে মাত্র দু’দিনের মধ্যেই চুরি যাওয়া বাইকসহ এক অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হল কালচিনি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বাজার এলাকা থেকে এমডি বাণী চৌধুরী (মুনমুন ডক্টর)-র মোটরবাইকটি চুরি হয়ে যায়। অভিযোগ দায়ের হতেই কালচিনি থানার ওসি অমিত শর্মার নির্দেশে তদন্তে নামেন থানার পুলিশ আধিকারিকরা।তদন্তে নেমে পুলিশ চুরি হওয়া বাইকটি উদ্ধার করে।