কয়েকদিন আগেই আলিপুরদুয়ার জেলার নতুন পুলিস সুপারের দায়িত্ব নিয়েছেন খণ্ডবহালে উমেশ গনপত ।শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নতুন পুলিস সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক। এদিন নতুন পুলিস সুপারের সঙ্গে দেখা করে তাকে সম্বর্ধনাও দেওয়া হয় প্রকাশ চিক বড়াইকের পক্ষ থেকে।