ঘটনাটি বৃহস্পতিবার সকালে অন্দরনফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের ছাটফুলবাড়ী চিলারায় গড় এলাকায়। গুরুতর অসুস্থ ওই কিশোরের নাম বিশাল বর্মন। জানা যায় ওই কিশোর শারীরিকভাবে প্রায় ষাট শতাংশ প্রতিবন্ধী। এদিন বাড়ির বাইরে বেরোলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুখে কাপড় বেঁধে তাকে জোরপূর্বক মাটিতে ফেলে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ।