বিশ্বশান্তির বার্তা নিয়ে বামনগাছিতে বাৎসরিক ঈসালে সওয়াব মাহফিল, ১৪ জন কবর খননকারীকে বিশেষ সংবর্ধনা বিশ্ব নবীর (সাঃ) স্মরণে প্রতি বছরের মতো এবারও বামনগাছি শিকদেশপুকুরিয়া মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক 'ঈসালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল'-এর আয়োজন করা হলো। এটি ছিল এই অনুষ্ঠানের দশম বর্ষ। এই বছর মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল সমাজের এক বিশেষ শ্রেণির মানুষের প্রতি সম্মান প্রদর্শন— ১৪ জন কবর খননকারীকে এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ধর্মীয় এই বাৎসরিক অনুষ্ঠানে দূর-দূরা