কাটোয়া ১: ‘পুলিশ’ লেখা গাড়ির বেপরোয়া দৌরাত্ম্য, স্কুটিতে ধাক্কা, অল্পে রক্ষা দুই শিশু, কাটোয়া হাসপাতালের সামনে হাতাহাতি উত্তেজনা
পুলিশ লেখা গাড়ি করে বেপরোয়া গতিতে অসুস্থ এক মহিলাকে কাটোয়া হসপিটালে ভর্তি করাতে নিয়ে আসার পথে বিপত্তি। বেপরোয়া গাড়ির ধাক্কায় ভাঙলো স্কুটি, পাশে থাকা দুজন শিশু অল্পের জন্য পেলেন প্রাণেরক্ষা। রবিবার দুপুরে কাটোয়া মহকুমা হসপিটালের জরুরি বিভাগের গেটের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তেজিত জনতার সাথে চালকের বাগবিতণ্ডা ও হাতাহাতি হতে দেখা যায়। অভিযুক্ত ওই চালককে ধরে তুলে দেয়া হয় পুলিশের হাতে।